মোহনপুর শতবর্ষের একটি পুরানো গ্রাম। ধারণা করা হয় যে, ‘মোহন’ নামের কোনও এক গ্রামবাসীর সঙ্গে ‘পুর’ (গ্রাম/গৃহ অর্থে) শব্দটি যুক্ত হয়ে গ্রামের নাম মোহনপুর হয়েছে। উল্লেখ্য, একসময় মোহনপুর গ্রামে অনেক হিন্দুজনের বাস ছিল। ১৯৪৭ সালের পরে তারা মোহনপুর থেকে স্থানান্তরিত হয়ে পাশ্ববর্তী গ্রাম নতুন পৈন্দা ও পুরাণ পৈন্দায় গিয়ে বসবাস শুরু করে। গ্রামবাসী কারও কারও মতে, তাদেরই কোনও একজন পূর্বপুরুষের নাম মোহন ছিল এবং তার নাম থেকেই মোহনপুর নামকরণ হয়।
মোহনপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৮নং মোনহপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৮৫৯১ একর
গ) লোকসংখ্যা – ১৫৬৭৭জন পুরুষ-৭৮২৯, মহিলা-৭৮৪৮
ঘ) গ্রামের সংখ্যা – ১৬টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা,লেগুনা,ইত্যাদি ।
জ) শিক্ষার হার – ৩৬.০০%।
কলেজ ১টি,
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
নিম্ম মাধ্যমিক বিদ্যালয়:০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: নুরুল হক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –
দর্শনিয় স্থান :মঈনুল হক কলেজ
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৭/০৫/২০১৬ ইং
২) প্রথম সভার তারিখ –০৮/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৮/০৮/২০২১ ইং
ঢ) গ্রাম সমূহের নাম
০১। ভৈষবেড়
২। দেওয়ান নগর
৩। নুরুল্ল
০৪। নুতন পৈন্দা
০৫। পুরাতন পৈন্দা
০৬। মোহনপুর
০৭। শান্তিপুর
০৮। জয়নগর
০৯।সরদারপুর
১০। বাণীপুর
১১। ব্রহ্মোত্তর
১২। মুড়ারবন্দ
১৩। নৌকাখালী
১৪।রাশনগর
১৫। রহমতপুর
১৬। উজান রামনগর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস