১।নাম:কাজী আব্দুস শাহীদ ওরফে শহীদ মিয়া,(জন্ম:০৫-০৬-১৯৪০ ইংরেজি,মৃত্যু ১৪-০৫-২০১৫ ইংরেজি) পিতা মৃত:কাজী দিয়ারিশ উদ্দিন,মাতা:মৃত:কাজী লুৎফুন নেছা,গ্রাম:মোহনপুর,ডাকঘর:জয়নগর বাজার,সদর,সুনামগঞ্জ।
শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/হোমিও চিকিৎসায় সনদ প্রাপ্ত।
বিশেষ অবদান:বিশিষ্ট রাজনীতিবিদ,শিক্ষানুরাগী,দেশপ্রেমী ও জনসেবায় নিবেদিত প্রান ছিলেন।১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধা সংগ্রহ, এবং তাদের বিভিন্ন স্থানে পাঠানোর সহযোগী যোদ্ধা ছিলেন। সে জন্য স্থানীয় রাজাকারগণ বিভিন্ন ভাবে হয়রানি করে।রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী ছিলেন।
১৯৭৩ ইং সনের অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে মোহনপুর ইউ/পি (সাবেক সুনামগঞ্জ মহুকমা,জেলা সিলেট) বর্তমানে উপজেলা সুনামগঞ্জ সদর,জেলা সুনামগঞ্জ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জণগনের সেবায় নিজকে উৎসর্গ করেন এবং বিভিন্ন ভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস