ইউনিয়ন পরিষদের সূচনা লগ্নে মোহনপুর ইউনিয়ন পরিষদের অভ্যদ্বয় ঘটে।এই ইউনিয়নের প্রথম বাজারটি গৌরারংঙ্গের জমিদার গগেন্দ্র কুমার চৌধুরী জয়নগররে ভূমি দানের মাধ্যমে জয়নগর বাজারটি প্রতিষ্টা লাভ করে তার আগে পৈন্দা নামে একটি বাজার ছিল। উক্ত বাজার বর্তমানে মরা সুরমা নদীর তীরে অবস্থিত। কলকাতা সহ বিভিন্ন বন্দরের জাহাহ গুলো সরমা নদী দিয়ে চলা ছল করত। পৈন্দা বাজারের ঘাটে জাহাজগুলো ভিড়ানো হত। এখনে যাত্রী উটানামা করত এবং মালামাল খালস করা হত। শিক্ষা প্রতিষ্টান হিসাবে বর্তমানে হাজী গনি বক্য উচ্চ বিদ্যালরে স্থানে মাদ্রাসা ছিল।পরবর্তীতে গনি বক্য উচ্চ বিদ্যালয় হিসাবে স্কুল প্রতিষ্টা লাভ করে। উক্ত ইউনিয়নের অনেক
Áানী গুনী ব্যাক্তি দেশে-বিদেশে থেকে মুখ উজ্জল করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস