শিরোনাম
টিসিবি স্মার্ট কার্ড এক্টিভিশেন প্রসঙ্গে।
বিস্তারিত
এতদ্বারা সকল কার্ড গ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতিমধ্যে অত্র ইউনিয়নে যারা স্মার্ট টিসিবি স্মার্ট কার্ড নিয়েছেন কিন্তু এখনও এক্টিভ করা হয় নাই তারা অতিসত্তর মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে কার্ড একটিভ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো। কার্ড একটিভ করার জন্য নিম্মোক্ত জিনিসগুলো লাগবে ।
1। কার্ড গ্রহিতা নিজে উপস্থিত হতে হবে।
2। কার্ডে দেয়া নাম্বার সহ ফোন আনতে হবে।