গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মোহনপুর ইউনিয়ন পরিষদ
উপজেলা : সুনামগঞ্জ, জেলা : সুনামগঞ্জ।
৮নং মোহনপুর ইউনিয়ন পরিষদের অক্টোবর /২০১৯ খ্রি: মাসের সভার কার্যবিবরণী :
সভার সভাপতি : জনাব মো: নুরুল হক, চেয়ারম্যান, ৮নং মোহনপুর ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
সভার তারিখ : ১০-১০-২০১৯ খ্রিঃ রোজ : বৃহস্পতিবার সময় : সাকল ১১.০০ ঘটিকা
সভার স্থান : অস্থায়ী কার্যালয়, জয়নগর বাজার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
ইউপি সভায় উপস্থিত সদস্যগনের নাম :
ক্র: নং |
উপস্থিত সদস্যগনের নাম |
পদবী |
ওয়ার্ড নং |
স্বাক্ষর |
০১ |
জনাব মো: নুরুল হক |
চেয়ারম্যান |
১-৯ |
স্বাক্ষরিত |
০২ |
বেগম সন্ধ্যা রাণী দেব |
সংরক্ষিতমহিলা |
১.২.৩ |
স্বাক্ষরিত |
০৩ |
বেগম স্বপ্না বেগম |
সংরক্ষিত মহিলা |
৪.৫.৬ |
স্বাক্ষরিত |
০৪ |
বেগম মোছা: আছিয়া খাতুন |
সংরক্ষিত মহিলা |
৭.৮.৯ |
স্বাক্ষরিত |
০৫ |
জনাব মো: তৈয়বুর রহমান |
সাধারণ সদস্য |
১নং |
স্বাক্ষরিত |
০৬ |
জনাব মো: ইকবার হোসেন |
সাধারণ সদস্য |
২নং |
স্বাক্ষরিত |
০৭ |
জনাব মামুন রশিদ সেলিম |
সাধারণ সদস্য |
৩নং |
স্বাক্ষরিত |
০৮ |
জনাব মো: শামছুন নূর |
সাধারণ সদস্য |
৪নং |
স্বাক্ষরিত |
০৯ |
জনাব মো: রইছ মিয়া |
সাধারণ সদস্য |
৫নং |
স্বাক্ষরিত |
১০ |
জনাব মো: নুরুল ইসলাম |
সাধারণ সদস্য |
৭ নং |
স্বাক্ষরিত |
১১ |
জনাব মো: আব্দুস ছোবান |
সাধারণ সদস্য |
৮নং |
স্বাক্ষরিত |
১২ |
জনাব মো: আজিম উদ্দিন |
সাধারণ সদস্য |
৯নং |
স্বাক্ষরিত |
আলোচ্য বিষয় :
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। বয়স্ক বিধবা ও প্রতিবন্দী ভাতাভোগীদের ইলেক্ট্রনিক উপায়ে ভাতা প্রদান প্রসঙ্গে আলোচনা।
২। ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ম পর্যায়ের এডিপি প্রকল্প নির্বাচন প্রসঙ্গে আলোচনা।
৩। গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করণ বিষয়ে আলোচনা।
ক্র: নং |
বিবরণ |
সিদ্ধান্ত |
বাস্তবায়নকারী |
১ |
অদ্যকার সভার সভাপতি উপস্থিত সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভাতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং কোন সংশোধনী না থাকায় তা দৃঢ়করণ করা হয়। |
বিগত সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। |
|
২ |
সভাপতি মহোদয় সভাকে জানান যে, বয়স্ক, বিধবা ও প্রতিবন্দী ভাতাভোগীদের ইলেক্ট্রনিক উপায়ে ভাতা প্রদান কার্যক্রম চলছে। ভিষণ ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে এ কাজ চলছে। ইলেক্ট্রনিক পেমেন্ট বাস্তবায়নে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ভাতাভোগীদের তথ্য হালনাগাদ করা জরুরী হওয়ায় এ কাজে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সহযোগীতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। সভায় জানানো হয় এ কাজে ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাকে ভাতাভোগীগণ কোন পারিশ্রমিক দিতে হবে না। যথাযথ করৃপক্ষ পারিশ্রমিক দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে। |
সকল প্রকার ভাতাভোগীগণকে অবহিতকরণের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সহযোগীতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
মোহনপুর ইউনিয়ন পরিষদ,
|
৩ |
সভাপতি মহোদয় সভাকে জানান যে, গ্রাম আদালত হচ্ছে তৃণমূল পর্যায়ে গ্রামের সাধারণ মানুষের বিচারিক কাজ করে সমস্যার সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য যায়গা। কিন্তু দেখা যায় যে, সচেতনতার অভাবে ছোটখাট বিষয় নিয়ে মানুষ থানা ও কোর্ট কাচারীতে মামলা করতে যায়। এতে করে সাধারণ মানুষ মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থা থেকে মানুষকে গ্রাম আদালতমূখী করার জন্য সচেতন করা প্রয়োজন । সভায় সদস্যগণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। |
গ্রাম আদালতে মামলা দায়ের করতে সাধারণ মানুষকে উদ্ভোদ্ধ করতে সিদ্ধান্ত গৃহীত হয়। |
মোহনপুর ইউনিয়ন পরিষদ,
|
৪ |
সভায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ২০১৯-২০২০ অর্থ বছরে এডিপি ১ম পর্যায়ে বাস্তবায়নের জন্য অগ্রাধিকার প্রকল্পসমূহ নির্বাচন করার জন্য আহবান জানান। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিশিষ্ট “ক”তে উল্লিখিত প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদীত হয়। |
২০১৯-২০২০ অর্থ বছরে এডিপি ১ম পর্যায়ে বাস্তবায়নের জন্য অগ্রাধিকার প্রকল্পসমূহ নির্বাচন করা হয়। |
উপজেলা পরিষদ, সুনামগঞ্জ সদর উপজেলা। |
অত:পর সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(মো: নুরুল হক)
চেয়ারম্যান
মোহনপুর ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর।
বাস্তবায়নের জন্য অনুমোদীত প্রকল্প তালিকা ২০১৯-২০২০ ( এডিপি ১ম পর্যায়)
ক্রমিক নং |
প্রকল্পের নাম |
মোট বরাদ্ধ |
১ |
সর্দারপুর পাকা রাস্তা হতে মসজিদ পর্যন্ত সিসি ঢালাই |
২০০০০০/= |
২ |
রহমতপুর আ: সোবানের বাড়ীর সামনের রাস্তা হতে মুন্সি বাড়ী পর্যন্ত সিসি ঢালাই |
২০০০০০/= |
৩ |
ব্রহ্মোত্তর মাদ্রাসায় আসবাবপত্র সরবরাহ |
১০০০০০/= |
৪ |
ব্রহ্মোত্তর খালেদের বাড়ীর সামনা হতে পাকা রাস্তা পর্যন্ত সিসি ঢালাই |
১০০০০০/= |
৫ |
রেন্টু দাস পিতা মৃত সত্যেন্দ্র দাস গ্রাম পুরান পৈন্দা, নজরুল ইসলাম পিতা মৃত তরিক উল্লাহ গ্রাম নুরুল্লা, আ: লতিফ পিতা সফাত উল্লা গ্রাম: নুরুল্লা , আরব আলী পিতা মাহমদ আলী গ্রাম নুরুল্লা ১ টি করে জনস্বার্থে মোট ৪ টি নলকূপ স্থাপণ। |
২০০০০০/= |
স্মারক নং: ১৩৭/১৯ তারিখঃ ১৩/১০/২০১৯ খ্রি:
অনুলিপি সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ
১। উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
(মো: নুরুল হক)
চেয়ারম্যান
মোহনপুর ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS